অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খালেদা জিয়ার মুক্তি যতই বিলম্বিত হবে আইনের শাসনের প্রতি আস্থা ততই হারিয়ে যাবে-ডা. শাহাদাত

1
.

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের মানুষ আইনের শাসন থেকে বঞ্চিত। আইনের শাসন বলতে কিছুই নেই। দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি যতই বিলম্বিত হবে, আইনের শাসনের ওপর মানুষের আস্থা ততই হারিয়ে যাবে।

তিনি ১৩ই মে সেমাবার বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিগত ৮ ফেব্রুয়ারী গ্রেফতার হওয়ার পর কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলায় সন্ত্রাস দমন আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপরোক্ত কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরও বরেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলায় সরকারের ইচ্ছায় দীর্ঘ ১৬ মাস যাবত কারাগারে বন্দি করে রেখেছে সরকার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির জামিন হয় কিন্তু একজন স্বাধীনতার ঘোষক, বীর উত্তম এর স্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন কেন হয় না তা এখন জনগণ ভালো করেই জানে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, এদেশের মানুষ এ সরকারকে ক্ষমতায় আর দেখতে চায় না। বিএনপির চেয়ারপার্সন দেশমাতার মুক্তির মাধ্যমে এদেশের গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে।

এসময় আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মফিজুল হক ভুঁইয়া, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম সাজ্জাদ, মফিজুল হক ভুঁইয়া, সিরাজুল ইসলাম, নিজাম উদ্দিন, মাহমুদুল আলম চৌধুরী মারুফ, ইরফানুল হক প্রমুখ।

১ টি মন্তব্য
  1. Md Rasel Hasan বলেছেন

    বিএনপির লালিত পালিত চোর সন্ত্রাসী এরা । আর রাজাকারের দালাল চোর খালেদা জিয়ার আবার মুক্তি কিসের ? চোর খালেদা জিয়ার কোনো মুক্তি নাই