অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পরই মধুর ক্যান্টিনে সংঘর্ষ

0
.

বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন।

এর আগে বিকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপরই কমিটিতে পদ না পাওয়া নেতারা নতুন ঘোষিত এ কমিটি প্রত্যাখ্যান ও বিক্ষোভ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পদবঞ্চিত নেতারা ইফতারের পর মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করার সময় সংঘর্ষ শুরু হয়। ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সমর্থকরা হামলা চালিয়ে সংবাদ সম্মেলন ভণ্ডুল করে দেয় বলে অভিযোগ উঠেছে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

.

সংঘর্ষে ছাত্রলীগের সাতজন আহত হয়েছেন।

ছাত্রলীগের সাবেক প্রকাশনা সম্পাদক সাঈফ বাবু বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সাথে কাজ করছি, কিন্তু সংগঠন আমাদের মূল্য দেয়নি, তাই আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি।’

এর আগে গত বছরের ৩১ জুলাই ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।