অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নিখোঁজ ছেলেকে এক নজর দেখাই মীর কাসেমের শেষ ইচ্ছা

3
240347_1
মীর কাসেম ও তার নিখোঁজ ছেলে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী তার শেষ ইচ্ছে হিসেবে নিখোঁজ ছেলে মীর আহমেদ বিন কাসেমের সঙ্গে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। শনিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার সঙ্গে স্বজনদের শেষ সাক্ষাতের পর কারাগার থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুন।

আয়েশা খাতুন বলেন, ‘তিনি (মীর কাসেম) বলেছেন আমি আমার ছেলের (মীর আহমেদ বিন কাসেম) সঙ্গে দেখা করতে চাই। আমি এখনও অপেক্ষায় আছি। আমার বিশ্বাস সে আমার সঙ্গে দেখা করতে আসবে।’

মীর কাসেম সুস্থ্য ও স্বাভাবিক আছেন উল্লেখ করে তার স্ত্রী বলেন, ‘ তিনি (মীর কাসেম) বলেছেন আমি মৃত্যুকে ভয় পাই না। আমাকে এভাবে হত্যা করে শহীদি মৃত্যুর মর্যাদা দিয়েছে। আমাকে এভাবে হত্যা করে পরোক্ষভাবে আমাদেরকেই জিতিয়ে দিয়েছে তারা।’

মীর কাসেমের পরিবার ও স্বজনসহ মোট ৪৭ জন শনিবার বেলা ৩টা ৩৫ মিনিটের দিকে শেষ সাক্ষাতের জন্য কারাগারে পৌঁছান। দুই দফায় ১৯ জন করে মোট ৩৮ জন সদস্যের সঙ্গে দেখা করেন মীর কাসেম। এরপর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সাক্ষাত শেষে কারাগার থেকে বেরিয়ে আসেন তার পরিবারের সদস্য ও স্বজনরা।

৩ মন্তব্য
  1. Oli Ahmed বলেছেন

    আপনি আপনার শেষ ইচ্ছা আল্লা্হকে জানান যে কিয়ামতের মাঠে যেন একবারের জন্য হলেও আমি আমার ছেলেকে দেখতে পাই।

  2. Shihab Uddin বলেছেন

    মীর কাসেমের শেষ ইচ্ছার আবেদন টা ও মানুষের কাছে ছিলোনা।
    তিনি শেষ ইচ্ছা টা করেছেন আওয়ামীলীগের কাছে।