অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কোরআন অবমাননার অভিযোগে সেফাত উল্লাহ’র বিরুদ্ধে মামলা

0
.

অবশেষে বিতর্কিত ভিডিও ব্লগার সেফাত উল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে মামলা হল । ইসলাম ধর্ম, পবিত্র কোরআন শরিফ এবং মহানবী হজরত মোহাম্মদকে (স.) অবমাননা করার অভিযোগে সেফুদার বিরুদ্ধে মামলা করেছে ইসলামিক রিলিজিয়াস অথরিটি অস্ট্রিয়া এবং এশিয়ান কালচারাল কমিউনিটি।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে এশিয়ান কালচারাল কমিউনিটির প্রেসিডেন্ট এবং ইসলামিক রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিলের সদস্য ইঞ্জিনিয়ার এম এ হাসেম স্থানীয় ও স্টেট প্রসিকিউটর বরাবর এ মামলা দায়ের করেন।

মামলার বাদী প্রমাণ হিসেবে সেফাত উল্লাহর ভিডিও পুলিশের কাছে হস্তান্তর করেছেন। পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে এবং এই বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, সেফুদা গত ১৭ এপ্রিল ফেসবুক লাইভে ইসলাম ধর্ম, পবিত্র কোরআন এবং মহানবী হজরত মোহাম্মদকে (স.) নিয়ে বাজে মন্তব্য করেন। এরপর থেকেই তাকে বিচারের আওতায় আনার জোর দাবি উঠেছে।