অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আত্মহত্যা করে গ্রেফতার এড়ালেন পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া

0
.

গ্রেফতার এড়াতে আত্মহত্যা করেছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া (৬৯)।

বড় অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগে বুধবার পুলিশ তাকে নিজ বাসায় গ্রেফতার করতে এসেছিল। সেসময় নিজের মাথায় গুলি করে বসেন দেশটির বিশিষ্ট এই রাজনীতিবিদ।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

দুই মেয়াদে পেরুর প্রেসিডেন্ট ছিলেন অ্যালান গার্সিয়া। ১৯৮৫ সাল থেকে ১৯৯০ সালে প্রথম মেয়াদে এবং ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্বপালন করেন এই প্রভাবশালী নেতা। তার মেয়াদকালে ল্যাটিন আমেরিকার দেশটির অর্থনীতির ব্যাপক উন্নয়ন হয়।

গার্সিয়ার শাসনামলে পেরু উন্নতির শিখরে পৌঁছায়, সেজন্য তাকে ‘ল্যাটিন আমেরিকার জন এফ কেনেডি’ নামেও আখ্যা দেয়া হতো।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার সময় ব্রাজিলের জায়ান্ট নির্মাণ প্রতিষ্ঠান ‘ওদেব্রেচ’ থেকে অ্যালান গার্সিয়া মোটা অঙ্কের ঘুষ নেন বলে অভিযোগ আনা হয়। এ অভিযোগে গত সপ্তাহে আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। এজন্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল। তবে ঘুষের অভিযোগ অস্বীকার করেন দুইবারের প্রেসিডেন্ট।

অ্যালান গার্সিয়ার মর্মান্তিক মৃত্যুতে পেরুর বর্তমান প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা সহ সকল রাজনৈতিক ব্যক্তিত্ব শোকপ্রকাশ করেছেন।