অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শোভাযাত্রা দিয়ে ১৪২৬কে বরণ করলো রাঙামাটিবাসী

0
.

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে বাংলা নতুন বছর ১৪২৬কে বরণ করে নিয়েছে সর্বস্তরের জনসাধারণ। বর্ষবরণে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটিতে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়।

বিগত বছরের সকল অমঙ্গলকে দূরীভূত করার পাশাপাশি নতুনভাবে স্বাচ্ছন্দ্যময় দিনের শুরু দিয়ে আগামী দিনগুলো যাতে মঙ্গলময় হয় সেলক্ষ্য নিয়ে পার্বত্যবাসী বর্ণাঢ্য মঙ্গলশোভা যাত্রার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিয়েছে।

.

আজ রবিবার সকাল আটটায় রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ও পুলিশ সুপার আলমগীর কবীরের নেতৃত্বে শহরের পৌরসভা প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ২৯৯ রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনন্য এই আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পান্তা উৎসবে মিলিত হয় আপামর জনসাধারণ।