অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে শ্রমিকদের আন্দোলন অব্যাহতঃ আজও কাজে যোগ দেয়নি

0
.

মজুরি কমিশন, গ্রাচুইটি, পিএফ’র টাকা প্রদানসহ ৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলে টানা ৭২ ঘণ্টার মিল ধর্মঘট চলছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই ধর্মঘট।

প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ স্থগিত করলেও টানা ৭২ ঘন্টার কলকারখানর ধর্মঘট চলছে।

.

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার হাফিজ জুট মিলস, গুল আহম্মদ জুট মিলস, আর আর জুট মিল গালফ্রা হাবিব এবং এম.এম জুট মিলস এর হাজার হাজার শ্রমিকরা রাজপথে মিছিল ও সমাবেশ অব্যাহত রেখেছে। সকালে লাল পতাকা ও লাঠি মিছিল করেছে শ্রমিকরা। মিছিলটি মিল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদক্ষিণ করে আবার মিল এ গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে শ্রমিকদের আন্দোলনকে ঘিরে সকাল থেকে হাফিজ জুট মিলস এলাকায় ব্যাপাক নিরাপাত্তা ব্যাবস্থা জোরদার করা হয়। সীতাকুণ্ড মডেল থানা এবং শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়ক ও মিল এলাকায় যেকোন ধরণের অপ্রিতিকর ঘটনা এড়াতে জলকামান ও সাজোয়া যান প্রস্তুত রাখা হয়।