অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

যে কারণে আত্মহত্যা করেছেন অভিনেত্রী ইলা শারমিন

0
.

আত্মহত্যা করেছেন টিভি অভিনেত্রী ইলা শারমিন। সোমবার (১ এপ্রিল) ভোরে ঢাকা উদ্যানের চার নম্বর সড়কের ব্লক সি বাসায় ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস জানান, মা ও ভাইয়ের সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে জেনেছি। গতকাল রাতে ওই তরুণীর সঙ্গে তার মা ও ভাইয়ের ঝগড়া হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। পুলিশ ঘটনার পর ওই বাড়ি পরিদর্শন করেছে।

.

ওসি আরও বলেন, পরিবারের মাধ্যমে জানতে পেরেছি ইলা শারমিন বেসরকারি কোন টেলিভিশনে অভিনয় করতেন। আগে একটি জাতীয় পত্রিকায় সাংবাদিকতা করতেন। তবে এই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

ওসি নিহতের মায়ের বরাত দিয়ে বলেন, ২০১৭ সালের বিয়ের পর রিকশা থেকে পড়ে এক দুর্ঘটনায় মানসিক সমস্যা তৈরি হয়। সংসার ছিল না, মা-ভাইয়ের সাথে থাকতেন তিনি। রবিবার মায়ের সাথে ঝগড়া হয়। ফরিদপুরে বাবাকে ফোন দিয়ে বলে, মার সাথে থাকবে না। পরে সেমাবার সকালে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে পাওয়া যায়।