অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে নকল ঘি কারখানায় বাঘাবাড়ির খাঁটি ঘি!

0
.

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে আরো একটি ভেজাল ঘি তৈরীর কারখানা অবিস্কার করে তা সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার রাত ৯টার দিকে হাটহাজারী পৌর সভার ১১মাইলস্থ নাজিরপাড়ায় এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহি কর্মকর্তা রুহুল আমিন। অভিযানের সময় নকল এ ঘি কারখানায় খাঁটি বাঘা বাড়ির সহ বিভিন্ন নামীদামী প্রতিষ্ঠানের লেভেল যুক্ত ৩০০ লিটার ভেজাল ঘি, এক হাজার খালি কৌটা ও ঘি তৈরির উপকরণ জব্দ করে পরে ধ্বংস করা হয়।

.

ইউএনও রুহুল আমিন বলেন, নাজিরপাড়া কবির চেয়ারম্যানের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি বিভিন্ন নামি-দামি ব্র‍ান্ডের লোগো লাগানো ভেজাল ঘি’র মধ্যে লোগো লাগানো ঘি’র পরিমাণই বেশি।

তিনি জানান, এ নিয়ে গত দেড় মাসে তিনি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭টি ভেজাল ঘি তৈরির কারখানা থেকে প্রায় ৪হাজার লিটার ভেজাল ঘি, ১১হাজার ঘিয়ের খালি কৌটা, ১শ কেজি ক্ষতিকারক কেমিক্যাল, ২শত কেজি ডালডা জব্দ করে ধ্বংস করেন।

তবে অভিযানের বিষয়টি আগেই টের পেয়ে নকল ঘি তৈরীর সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।