অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চারদিন পর নৌযান ধর্মঘট প্রত্যাহার

0
images_cms-image-000000833
নৌ যান ধর্মঘটের ফাইল ছবি।

ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌ-শ্রমিকরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এই ঘোষণা দেওয়া হয়।

আজ রবিবার থেকে সারা দেশের নৌযান চলবে।

শনিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌযান মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। রাত সাড়ে ১০টায় এই বৈঠক শেষে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুল আলম ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, সরকার আমাদের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে, বৈঠক শেষে নৌমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার করায় শ্রমিক নেতাদের ধন্যবাদ জানান।  এসময় তিনি বলেন, ‘আশা করি মালিকপক্ষ আজকের বৈঠকের সিদ্ধান্ত মেনে নেবে।’

উল্লেখ্য,  গত ২৪ আগস্ট  (বুধবার)  রাত ১২টা ১ মিনিট থেকে নৌপথে চুরি-ডাকাতি বন্ধ ও বেতন -ভাতা বৃদ্ধি সহ ১৫ দফা দাবিতে  সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এর আগে গত ২০ এপ্রিল একই দাবিতে  কর্মবিরতি ডেকেছিল তারা। চার মাসের মাথায় ফের বুধবার রাতে কর্মবিরতির ডাক দেয় নৌযান শ্রমিকরা।