অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাজধানীতে বাসচাপায় বিইউপির ছাত্র নিহত, সড়ক অবরোধ

0
.

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ফটকের সামনে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিহত ছাত্রের নাম আবরার আহমেদ চৌধুরী। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আবরার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়তেন। তাঁর বাবার নাম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

গুলশান থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানিয়েছেন, সকাল সোয়া ৭টার দিকে সুপ্রভাত পরিবহনের একটি বাস বিশ্ববিদ্যালয় ছাত্র আবরারকে চাপা দেয়। আবরার ঘটনাস্থলেই নিহত হন।

ওই ঘটনার পরই নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের বিক্ষোভে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।