অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাউজানে ভুয়া এমবিবিএস ডাক্তার জাহাঙ্গীরের প্রতারণা থেমে নেই

9
mail.google.com_38
রাউজানের নোয়াাপাড়ার ভুয়া ডাক্তার জাহাঙ্গীর।

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকায় মো. জাহাঙ্গীর আলম নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তার প্রকাশ্যে চেম্বারে বসে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে মর্মে অভিযোগ উঠেছে।

বাঁশখালি’র একজনের সনদ নিজের বলে চালিয়ে দিয়ে সে দীর্ঘ ধরে ডাক্তারী পেশার মত একটি সেনসিটিভ পেশায় জড়িয়ে চিকিৎসার নামে সাধারণ মানুষের জীবন মৃত্যু নিয়ে খেলা করছে।

ইতোপূর্বে বেশ কয়েকবার গ্রেফতার হলেও জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে তিনি পূর্বের পেশায় নিয়োজিত থাকছে।

গত বছরের ১২ আগস্ট রাউজান উপজেলার তৎকালিন নির্বাহী কর্মকর্তা কুলপ্রদীপ চাকমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ২ বছরের কারাদণ্ড দিলেও জানাগেছে ৩ মাস জেল খাটার পর সে বেরিয়ে আবার ডাক্তারী পেশা শুরু করেছে। এর আগেও এ ভুয়া ডাক্তার জাহাঙ্গীকে তিন তিনবার গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী।

বববকক
গতকাল বুধবার এক রোগিকে দেয়া ডা. পরিচয়ধারী জাহাঙ্গীরের প্রেসক্রিপশনে ভুল চিকিৎসা এবং ভুল ঔষধ দেয়ার বিষয়টি ধরা পড়ে।

গতকাল বুধবার এ রোগির অন্ডকোষে একটা ফোঁড়া নিয়ে তার কাছে গেলে তিনি এটাকে হার্ণিয়া রোগ সনাক্ত করে। আবার হার্ণিয়া রোগের চিকিৎসা অপারেশন কথিত এ ডাক্তার কত গুলো ঔষধ লিখে দেয়। যা

Ceftid- এন্টিবায়োটিক,Neprox-ব্যাথার ঔষধ,Fexo-এন্টিহিষ্টামিন (চুলকানির ঔষধ), Precodil- ষ্টেরোয়েড।

রোগির ব্যাথা অন্ডকোষ,O/E-on examination ডাক্তার রোগির অন্ডকোষ না দেখে দেখেছে, পালস,anaemia(রক্ত শূন্যতা)H &L (heart&Lung),temp.(তাপমাত্রা) দেখেছে,অথচ অন্ডকোষের রোগির অন্ডকোষটাই examine করেনি। পরে এ রোগী অন্য এক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে ভুয়া ডাক্তার জাহাঙ্গীর ভুয়ামি আরো একবার ধরা পড়ে।

এব্যাপারে জাহাঙ্গীরের মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুল রহমান সিদ্দিকী বলেন, এসব ভুয়া ডাক্তারে বিরুদ্ধে প্রশাসনে সহযোগিতা নিয়ে মাঝে মধ্যে আমরা অভিযান পরিচালনা করে তাদের শাস্তি জেল জরিমানা করি। কিন্তু পরে তারা জেল থেকে বেরিয়ে আবারও প্রতারণা শুরু করে। রাউজানে এ ভুয়া চিকিৎসকের নামে অসংখ্য অভিযোগ আমাদের কাছে আসছে।
শীঘ্রই আমরা এ ব্যবস্থা নেবো।

৯ মন্তব্য
  1. Saiful Islam Shilpi বলেছেন

    Jahangir Alam

  2. আবু জুয়াইরিয়া বলেছেন

    Sk Masud,Drmd Harun Al Rashid,Md Rabbani,Md Shohag…..

  3. Jahangir Alam বলেছেন

    জেল থেকে বের হয়ে নতুন উদ্যমে নতুন সাজে শুরু করে ব্যবসা!!

  4. Alim Al Razi বলেছেন

    Bata akta

    1. আবু জুয়াইরিয়া বলেছেন

      আপনের দুস্তে……….??

  5. Soyyed Ahmed বলেছেন

    সার্টিফিকেট যাই হোক চিকিৎসা কিন্তু খারাপ না।কম দামে মানুষ সেবা পেয়ে থাকে।উনি গরীব ছেলেদের মাত্র এক হাজার টাকায় খতনা করে থাকেন।ছোটখাট সার্জারি ও অল্প দামে করে থাকেন।ভুল সব ডাক্তাররাই করে থাকেন।মানুষের পিচু লাগা ভাল না। চিকিৎসার নামে বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে অপচিকিৎসা করছে ওইগুলি একটা রিপোর্ট করেন,মানুষের অনেক উপকার হবে।

    1. Pepun Barua বলেছেন

      যার সাার্টিফিকেট জাল। যে লোক ৩ বার গ্রেফতার হয়েছে। তার পক্ষে কথা বলে অন্যায়কে সাপোর্ট করলেন।

  6. Md Abbas বলেছেন

    শালারে দরা হোক

  7. Masud Rana বলেছেন

    জগতের দোস্ত! আমার প্রাণ প্রিয় ডাক্তার বন্ধুদের কলঙ্ক।