অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হালিশহরে পীর জালাল উদ্দিনের জানাজায় লাখো মানুষের ঢল

0
.

চট্টগ্রামের হালিশহরের মুনিরনগর দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা কাজী ছৈয়দ শামসুল হক মুহাম্মদ জালাল উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ জানুয়ারি বুধবার বেলা ২টায় চট্টগ্রাম হালিশহর মুনির নগর দরবার শরীফ সংলগ্ন সমুদ্রপাড়ে বিশাল অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হুজুরের বড় ছেলে বর্তমান দরবার শরীফের খেলাফত প্রাপ্ত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ মুনিরুল হক।
জানাজায় চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ ভক্ত মুরিদ ও এলাকাবাসী অংশ নেয়।

মাওলানা কাজী সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৫ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য ভক্ত, মুরিদ ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

.

মরহুমের নামাজে জানাজা জানাজায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন, সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম, ডা. আফসারুল আমিন এম.পি, এম.এ লতিফ এম.পি, দিদারুল আলম এম.পি, আহলে সুন্নাত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক এম.এ মতিন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সরকারী বেসরকারী কর্মকর্তাসহ লক্ষ লক্ষ মুরিদান ও আশেকবৃন্দে ঢল।

আল্লামা ছৈয়দ জালাল উদ্দিনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী, আল আমিন হাশেমি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা কাজী শাহেদুর রহমান হাশেমী, আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব মোহাম্মদ ইয়াছিন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব নিজামুল আলম রাজু, আলহাজ্ব সরওয়ার আলম, পটিয়া শাহ মালেকিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত গোলাম মর্তুজা মুহাম্মদ ইয়াহিয়া আল-মালেকী, সুন্নি জগৎ প্রধান সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুর হোসাইন, সম্পাদক রেজাউল করিম তালুকদার, নির্বাহী সম্পাদক আলমগীর বঈদী, আল্লামা দোস্ত মোহাম্মদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ জুন নুরাইন, সুলতানুল আউলিয়া হযরত হাফেজ সৈয়দ মুনিরুদ্দিন নুরুল্লাহ (রা.) এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক, অভিভাববক ও শিক্ষার্থ বৃন্দ।

উল্লেখ্য, আল্লামা ছৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন (রহ.) হালিশহর দরবার শরীফের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ খাজায়ে বাংলা, সোলতানুল আউলিয়া, হযরত ছৈয়দ মোহাম্মদ মুনির উদ্দিন (রহ.) বড় নাতি এবং পীরে মোকাম্মেল, কুতুবুল আকতাব হযরত মাওলানা কাজী ছৈয়দ মুহাম্মদ ছেরাজুল মোস্তফা (রহ.)’র বড় পুত্র।