অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাঙামাটি শহরে ভয়াবহ আগুন, দুইশতাধিক স্থাপনা পুড়ে গেছে

0
.

রাঙামাটি জেলা প্রতিনিধিঃ

রাঙ্গামাটি শহরের মসজিদ কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে দুই শতাধিক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। আজ রবিবার (১৩ জানুয়ারী) সকালে রিজার্ভ বাজারের মসজিদ কলোনী এলাকায় আকস্মিক অগ্নিকান্ডে দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে সকাল ৮টার সময় এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টার ৩ ঘন্টা পর আগুন এখনো নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।

. 

ঠিক কি কারণে বা কোথা থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত তা এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনার খবর জানার পর স্থানীয়রা, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সহয়তায় রাঙ্গামাটি, কাপ্তাই ও কাঊখালী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, ‘আমরা আগুনের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করি। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি জানান, তবে এখনো পর্যন্ত আগুনের সূত্রপাত্র এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে আনুমানিক ৮০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার তদন্ত চলছে, পরে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

এদিকে, আগুনের ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও পুলিশ সুপার আলমগীর কবীর।