ফটিকছড়িতে বিদেশী পিস্তলসহ যুবক আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদেশী পিস্তলসহ নাজমুল হাসান (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার দিবাগত রাত পৌনে ৯ টায় উপজেলার ভুজপুর দাঁতমারা রাবার বাগানের ইসলামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে চীনের তৈরী ( sm-0.6.1.357) মডেলের একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
১৬ বিজিবি’র হেয়াকোঁ বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল রাবার বাগান এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
নাজমুল ঐ এলাকার আবদুচ ছালাম সওদাগরের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।