ছাত্রী নিহতের ঘটনায় আইআইইউসি‘র ৪ জন বরখাস্ত

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) বাস দূর্ঘটনায় এক ছাত্রী নিহত হওয়ার ঘটনায় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস চালকসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত করেছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আইআইইউসি কর্তৃপক্ষ।
সাময়িক বরখাস্ত হওয়া ৪ জন হলেন, আইআইইউসি’র লজিস্টিক এন্ড ম্যানটেইন্যান্স বিভাগের ডিরেক্টর শহিদুল্লাহ সেলিম, একই বিভাগের এসিস্ট্যান্ড ডিরেক্টর হাসান আল বান্না, ডেপুটি ডিরেক্টর আনোয়ারুল আজিম এবং আইআইইউসি’র নিজস্ব বাস চালক সুমন।
এ ব্যাপারে আইআইইউসি’র গণসংযোগ কর্মকর্তা মোস্তাক খন্দকার এর সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তার দুটি ফোন নম্বারে পাওয়া যায়নি।
তবে বিশ্ববিদ্যালয়ের উপচার্যের ব্যক্তিগত সহকারী সিরাজুল আরেফিন ৪ জনকে সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত কমিটির রিপোর্টের ভিক্তিতে নয়, তদন্ত রিপোর্ট এখনো জমা দেয়নি কমিটি। তার আগেই কর্তৃপক্ষ ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

উল্লেখ্য গত ১১ আগস্ট সীতাকুণ্ডের ছলিমপুর ফকিরহাট এলাকায় আইআইইউসি’র ছাত্রছাত্রীবাহি বাসের সাথে ট্রাকের সংর্ঘষে ইংরেজি বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্রী কাজী নেহলিন (২২) মারা যান এবং বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়।
দুর্ঘটনায় কারণ অনুসন্ধান এবং দায়িদের চিহ্নিত করতে কর্তৃপক্ষ পরদিন একটি তদন্ত কমিটি গঠন করে। ইতোমধ্যে প্রত্যক্ষদর্শী ছাত্রছাত্রীরা ঘটনার জন্য সাময়িক বরখাস্ত হওয়া ৪ জনের বিরুদ্ধে স্বাক্ষ্য দিয়েছেন বলে জানাগেছে।
এ ঘটনার পর ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দোষিদের শাস্তি দাবী করে আন্দোলনের হুমকি দেয়া হয়।