অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে ইয়াবাসহ পুলিশের এএসআই গ্রেফতার

0
.

চট্টগ্রাম কর্ণফুলী থানায় কর্মরত এক এএসআইকে ইয়াবাসহ ধরে সীতাকুণ্ড থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। আটক এএসআই মোশারফ সীতাকুণ্ড থানার সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাটস্থ পূর্ব বাঁকখালী লোহারপুর এলাকায় বাসিন্দা বলে জানাগেছে।

গতকাল সোমবার মধ্য রাতে ২০ পিস ইয়াবাসহ এলাকার লোকজন এএসআই মোশারফকে আটক করে। পরে তারা থানায় সোপর্দ করে বলে স্বীকার করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন।

তিনি জানান,এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (অপারেশন) জব্বারুল ইসলাম ঘটনাস্থল থেকে ২০টি ইয়াবাসহ মোশারফকে আটক করেন। আটক পরবর্তীতে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছুটিতে নিজ এলাকায় অবস্থানকালে এএসআই মোশারফ মঙ্গলবার রাতে লোহারপুল এলাকায় প্রকাশ্য ইয়াবা বিক্রি কারেন। এসময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে বাঁধা দিলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী বলেন,আটক মোশারফ পুলিশের নাম ভাঙিয়ে অবাধে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। সে কক্সবাজার থাকাকালে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলেন।  গতকাল রাতে ইয়াবা বিক্রিকালে স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে জানতে সিএমপির কর্ণফুলি থানার ওসির মোবাইলে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।