অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিএনপির বিরুদ্ধে ’গায়েবি’ মামলায় পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে: হাইকোর্ট

0
.

সম্প্রতি দেশব্যাপী বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা ‘গায়েবি’ মামলা তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে।

সোমবার শুনানিকালে কয়েকটি মামলার এজাহার পর্যবেক্ষণ করে হাইকোর্ট বলে, এ ধরনের মামলা করার ফলে পুলিশের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেন।

শুনানিতে সাতটি মামলার এজাহার তুলে ধরেন রিট আবেদনকারীর আইনজীবী ড. কামাল হোসেন।

এসময় রিটকারী পক্ষে আইনজীবী মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, এম মাহবুবউদ্দিন খোকন, কায়সার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

রিটে রাষ্ট্রপক্ষের শুনানি ও আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছে আদালত।

২২ সেপ্টেম্বর করা রিট আবেদনে বলা হয়, ১-২০ সেপ্টেম্বর দেশের বিভিন্ন থানায় বিএনপিসহ বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে তিন হাজার ৭৩৬টি মামলা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব মামলায় আসামি করা হয়েছে তিন লাখ ১৩ হাজার ১৩০ জনকে।

বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও নিতাই রায় চৌধুরী এবং দলটির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া এ রিট করেন।