অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে পুলিশের ওপর হামলা, ৬ পুলিশ আহত

5
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার বোয়ালখালীতে আদালতের পরোয়ানাভূক্ত আসামী ধরতে গিয়ে ৫ পুলিশ ও এক আনসার সদস্য আহত হয়েছেন।

আজ ৭ অক্টোবর রবিবার রাত ১টার দিকে পৌর সদরের ৫ নং ওয়ার্ডের মুফতি পাড়ায় আসামীদের হামলায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

আহতরা হলেন, থানার সহকারি উপ-পরিদর্শক মনিতোষ চাকমা, আনিছুজ্জামান, কনস্টেবল প্রান্ত দেব নাথ, আবু নোমান, রাজীব মজুমদার ও আনসার সদস্য মো. শাহজাহান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের মুফতি পাড়ার বাসিন্দা মৃত আমির আহম্মদের ছেলে হাবিব উল্লাহ সোহেল ও মো. আরিফ উল্লাহ তসলিমের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। তারা বাড়িতে রয়েছে জানতে পেরে অভিযানে গেলে অর্তকিত হামলা চালায়। এ সময় লাঠি দিয়ে পুলিশ সদস্যদের বেধড়ক মারধর করে ঘরের মহিলারাসহ আসামী সোহেল, তসলিম ও রবিউল হাসান শামীম। লাঠির আঘাতে পুলিশের সহকারি উপ-পরিদর্শক মনিতোষ চাকমা মাথায় গুরুতর জখম প্রাপ্ত হন।

তবে হামলাকারীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার উপ-পরিদর্শক তাজ উদ্দিন।

৫ মন্তব্য
  1. financiële administratie বলেছেন

    Spot on with this write-up, I truly feel this amazing site needs a great deal more attention. I’ll probably be back again to read through
    more, thanks for the advice!

  2. Busty Blonde Girl বলেছেন

    When someone writes an post he/she maintains the plan of a user in his/her mind
    that how a user can be aware of it. Thus that’s why this post is outstdanding.
    Thanks!

  3. nơi bán xe tải uy tín বলেছেন

    Glad to be one of many visitants on this awesome site :D.