অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সংস্কারের দাবিতে চবি’র আলাওল হলের প্রভোস্টের রুমে তালা

0
.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের বিভিন্ন সমস্যা সমাধান ও সংস্কারের জন্য আন্দোলন করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। এসময় তারা একঘন্টা প্রভোস্টের রুমে তালা দিয়ে রাখে।

আজ সোমবার ( ৮ অক্টোবর) ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের সামনে শিক্ষার্থীরা এ আন্দোলন করেন এবং সংস্কারের জন্য ১২টি দাবি উত্থাপন করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, হলের ডাইনিং এ নিম্নমানের খাবার ও অনেকদিন ধরে ওয়াইফাই সমস্যা। সারাদিন পানি থাকে খুব কম সময়ে। ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের ।টয়লেটগুলোর অবস্থা খুবই খারাফ, কোনোটা দেয়াল ফাটা আবার কোনোটার দরজা ভাঙ্গা।

তারা আরো বলেন, বারবার এসব বিষয়ে অভিযোগ দেয়ার পরও কোনো ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। তাছাড়া ছোটখাটো কাজেও হল প্রাধ্যক্ষকে না বলা পর্যন্ত হয় না।

শিক্ষার্থীদের দাবিসমুহঃ ১.টিভি রুমে চেয়ার, ফ্যান, লাইট সংখ্যা বৃদ্ধি। ২.ওয়াইফাই রাউটারের সমস্যা সমাধান ও রাউটার বৃদ্ধি। ৩.সাপের উপদ্রব বৃদ্ধি কমাতে কার্বলিক এসিডের ব্যবস্থা এবং চারপাশে নিয়মিত পরিষ্কার। ৪.বাথরুমে আয়না, দরজা,লাইট ও সাওয়ারের সমস্যা সমাধান। ৫.ডাইনিং এর যথেষ্ট কাপ প্লেট এবং পারদর্শী বাবুর্চির নিয়োগ। ৬.ক্যান্টিনে স্বাস্থ্যকর পরিবেশ ও খাবারের মান বৃদ্ধি।  ৭.ইনডোর ও আউটডোর গেইম এর সকল সরঞ্জাম ব্যবস্থাকরণ। ৮.হলের বারান্দায় লুকিং গ্লাসের ব্যবস্থা। ৯.হলের হাউস পরিষ্কার।  ১০.হাউসে রেলিং সহ ঝরনার ব্যবস্থা। ১১.হলের মাঠে বহিরাগতদের খেলাধুলা বন্ধ করা। ১২.হলের গেইট সংস্কার।

শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে জানতে হল প্রভোস্টে সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, আলাওল হলে কোন আন্দোলন হয়েছে কিনা আমরা জানিনা। তবে বিভিন্ন দাবি নিয়ে আমাদের কাছে চিঠি দেয়া হয়েছে। তা আমরা হল প্রভোস্টের কাছে পাঠিয়েছি।বিষয়টি যথাযথ তদন্তপূর্বক দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।