অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দ্বগ্ধ শিশু’র মৃত্যু

0
529767bccfc1b-6
চমেক হাসপাতালের বার্ণ ইউনিটে অগ্নিদ্বগ্ধ কয়েকজন। ( ফাইল ছবি )

চট্টগ্রাম মহাগরীর কালুরঘাট এলাকায় বহুলতল ভবনে আগুন দ্বগ্ধ হওয়া একই পরিবারের ৭ জনের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) চিকিৎসাধীনবস্থায় শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাহা (৫) নামে এ শিশুর মৃত্যু হয়।

মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার মধ্যরাতে নগরীর চান্দগাঁও থানাধীন কসেম কলোনীর বরিশাল মার্কেটে ৫ তলা ভবনটির নীচ তলায় একটি বাসায় আগুনে দ্বগ্ধ হন মা, বাবা, ভাই বোনসহ একই পরিবারের ৭ জন।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, চান্দগাঁও থানার ফার্নিচার বার্ণিসের স্প্রীট থেকে আগুন লাগে। এতে বাসার ৭ জন অগ্নিদ্বগ্ধ হয়ে আহত হয়। খবর পেয়ে আগ্রাবাদ ও কালুরঘাট ষ্টেশন থেকে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলের যাওয়ার আগেই স্থানীয়রা আগুনর নিভিয়ে ফেলে।

স্থানীয়রা জানিয়েছেন, আহতরা নিজেদের বাসা বাড়িতে আসবাবপত্রে রং লাগানোর কাজ করতেন। রং এর উপকরণ স্প্রীড থেকে আগুন লেগে যায়। আহতদের সবাইকে চমেক হাসপাতালে ভর্তি করার পর সন্ধ্যায় শিশু তাহা মারা যায়।