অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ঘোষণা বহির্ভূত আমদানীকৃত দুই কোটি টাকার মালামাল আটক

0
.

চট্টগ্রামের শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ শুল্ককরসহ আনুমানিক এক কোটি ৯৮ লাখ টাকার আমদানি করা ঘোষণা বহির্ভূত ও ঘোষণার অতিরিক্ত পণ্য আটক করেছে।

এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনারের কাছে প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে গাড়ির যন্ত্রাংশের চালানটি আটক করা হয়।

চালান পরীক্ষা করে থ্রি-হুইলারের বিভিন্ন অংশসহ মোট ১০ হাজার ৩৩৫ কেজি ঘোষণা-অতিরিক্ত ও ঘোষণা- বহির্ভূত পণ্য পাওয়া যায়। যার শুল্কায়নযোগ্য মূল্য আনুমানিক এক কোটি ৪২ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা এবং মোট শুল্ককরের পরিমাণ আনুমানিক ৫৫ লাখ দুই হাজার ৪১ টাকা।

অর্থদণ্ড ও জরিমানা ব্যতীত শুল্ককরসহ চালানটির মোট আনুমানিক মূল্য এক কোটি ৯৮ লাখ টাকা।