অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে হিটস্ট্টকে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু

0
.

দিনভর প্রচন্ড তাপদাহে হিটস্ট্টকে অসুস্থ হয়ে চট্টগ্রাম আদালত ভবনের হাজতখানায় মাদক মামলার এক আসামীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম মোঃ বকুল হোসেন (২৯)। নিহত বকুল ঠাকুর গাঁও জেলার পিয়গঞ্জ উপজেলার ৮ নং কাচপুর ইউনিয়নের পালিগাঁও গ্রামের বিপ্লব নেতার বাড়ির মমত ছৈয়দ অালীর সন্তান।

জানাগেছে, দুপুর ২টার দিকে চট্টগ্রাম নতুন আদালত ভবনের হাজতখানায় প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন বকুল। তাকে প্রথমে জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ৩টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম আদালত দায়িত্বে থাকা সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৭ সালের ২৩ জানুয়ারী ১০০ পিস ইয়াবাসহ বাকলিয়া থানার নাগরিক সোসাইটি এলাকা থেকে গ্রেফতার হন মোঃ বকুল হোসেন। পরদিন তাকে বায়েজিদ থানায় মাদক মামলায় (মামল নং ৪৫ (১)১৭) অাদালতে হাজির করা হলে অাদালত তাকে জেলে প্রেরণের নির্দেশ দেন।

এই মামলায় কিছুদিন জেলে থেকে সে জামিনে মুক্তি লাভ করে। কিন্তু দীর্ঘদিন পর গত দুই মাস অাগে গত ৪ জুলাই সে অাবার গ্রেফতার করে পুলিশ। এতোদিন সে জেলে ছিল।

আজ আদালতে হাজিরা দিতে তাকে আনা হলে হাতখানায় অসুস্থ হয়ে মারা যান।