অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জঙ্গিদের বিষয়ে হোটেল মালিকদের সতর্ক করলেন সিএমপি কমিশনার

1
.

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোন জঙ্গি ও জঙ্গি সংগঠন যেন আবাসিক হোটেলে আস্তানা করতে না পারে সে বিষয়ে চট্টগ্রামের হোটেল মালিকদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমান।

আজ বুধবার বিকেলে নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে আয়োজিত মহানগরীর আবাসিক হোটেল মালিকদের সাথে বিশেষ মতবিনিময়কালে তিনি এ অনুরোধ করেন। মতবিনিময় সভায় তিনি হোটেলে মদ, জুয়া, দেহ ব্যবসাসহ অনৈতিক ও অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য হোটেল মালিকদের কাছে অনুরোধ জানান।

.

মতবিনিময় সভায় অন্যান্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম মহানগরীর আবাসিক হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

১ টি মন্তব্য
  1. আশিকুর রহমান মায়িদ বলেছেন

    ছাত্রলীগ থাকতে অন্য জঙ্গির দরকার নাই ।