অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংর্ঘষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিহত

5
FB_IMG_1470908594748
সীতাকুণ্ডে দুর্ঘটনায় পতিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসটির খন্ড চিত্র।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রছাত্রীবাহি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংর্ঘষে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছলিমপুর ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ছাত্রীর নাম কাজি নেহেলীন (২২) বলে জানা গেছে।

CTG ACCID-01এ ঘটনায় অন্তত ১২ জন ছাত্রছাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং বেসরকারী আল-আমিন হাসপাতালে ৫ জনকে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ফৌজদার হাট ফাঁড়ির সার্জেন্ট এস আই রফিক এ ঘটনা নিশ্চিত করেছেন।

এদিকে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ এস আই পঙ্কজ জানান, দুপুর আড়াইটার দিকে সীতাকুণ্ড থেকে সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে চমেক হাসপাতালে আনার পর তাদের মধ্যে কাজিনা মেহেরীন নামে এক ছাত্রী মারা গেছেন। আহত নিহতরা সীতাকুণ্ডের কুমিরা এলাকায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বলে জানাগেছে।

স্থানীয় সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার ক্লাশ শেষে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শহরে ফিরছিল ছাত্রছাত্রীরা। বেলা দেড়টার দিকে ছলিমপুর ফকিরহাট এলাকায় পৌছলে বিপরীতমুখি ট্রাকের সাথে বাসের সংর্ঘষ হয় এতে ১০/১২ জন আহত হয়।

৫ মন্তব্য
  1. Jamaluddin Hawladar বলেছেন

    vকাজী নেহেরিণ

  2. Solaiman Badsha বলেছেন

    আমিন

  3. Borhan Uddin বলেছেন
  4. ডাঃ খালেদ দেওয়ান বলেছেন

    আমি আন্তরিক ভাবে শোকাহত ।

  5. Alamgir Rana বলেছেন

    রাত ১১টায় সুগন্ধার বাসার সামনে মরদেহের গাড়ীতে রাখা লাশ দেখে এলাম। কাল বাদে জুমা মিসকিন শাহর মাজার সংলগ্ন মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হবে। সুযোগ হলে আপনিও শরীক হোন।