মেয়র নাছিরকে শোকজ করা হয়েছে

মন্ত্রণালয়ে কর্মকর্তাদের ঘুষ না দেওয়ায় পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার বক্তব্যের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনকে শোকজ (কারণ দর্শানো) করা হয়েছে।
অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) জ্যোতিময় নন্দী স্বাক্ষরিত শোকজ নোটিটি বিকালে ফ্যাক্সে পাঠানো হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনে।
এতে উল্লেখ্য করা হয়, আপনার (মেয়র নাছির) আনিত অভিযোগ সমূহ গুরুতর। এতে মন্ত্রণালয় তথা সরকারে ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। যার প্রমাণ প্রদান অবশ্যক।
এর প্রেক্ষিতে কোন কর্মকর্তা আপনার কাছে ঘুষ চেয়েছে। এবং পাজেরো দাবী করেছে কোন প্রকল্পের অর্থ ছাড়ে কোন কর্মকর্তা জটিলতা সৃষ্টি করেছেন তা সুনির্দিষ্ট ভাবে উল্লেখপূর্বক উপযুক্ত প্রমাণ আগামী ৭ দিনের মধ্যে মন্ত্রণালয়ে দাখিল করতে নির্দেশক্রমে অনুরোধ করা গেলো।

এর আগে বৃহস্পতিবার (১১ আগস্ট) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক শোকজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
আবদুল মালেক বলেন, ‘তাকে ব্যাখ্যা দিতে হবে। হি মাস্ট গিভ এক্সপ্লানেশন, পরিস্কার কথা। আমরা তার কাছে জানতে চাইব, প্রমাণ চাইব। তিনি প্রমাণ দেবেন যে, মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা তার কাছে জিপ চেয়েছে। তিনি যার কথাই বলুক, সেটা উনি বলুক।’
তিনি বলেন, ‘এটার সত্যতা যা আছে, উনি যে কথাগুলো বলেছেন। উনি একজন রাজনৈতিক নেতাও, উনি একজন মেয়র। সুতরাং উনার বক্তব্য উনিই সেটেল করুক। আমরা উনার কাছে আজকে ব্যাখ্যা চাচ্ছি। ব্যাখ্যা চাচ্ছি আজকেই।’
বুধবার নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাছির বলেন, ‘দাবি মতো কর্মকর্তাদের ঘুষ দিলে যেখানে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যেত, সেখানে তা না দেওয়ায় এসেছে মাত্র ৮০ কোটি টাকা। আমাকে বলা হলো- করপোরেশনের জন্য যত টাকা চাই দেওয়া হবে থোক বরাদ্দ হিসেবে, তবে তার জন্য ৫ শতাংশ করে দিতে হবে।’
সচিবালয়ে বৃহস্পতিবার নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই ও দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সভায় যোগ দিতে বিভিন্ন সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে নাছিরও এসেছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ত্যাগ করার সময় সাংবাদিকরা বুধবারের বক্তব্যেব বিষয়ে জানতে চাইলে আ জ ম নাছির বলেন, ‘কথাবার্তা চলছে চলুক। আমার মত করে আমি বলব। আমি মিটিংয়ে আসছি, মিটিংয়ের পর কিছু দাফতরিক কাজ ছিল সেগুলা করেছি।’
ব্যাখ্যা চাওয়ার চিঠির বিষয়ে জানতে চাইলে মেয়র নাছির বলেন, ‘এ বিষয়ে আমি কোন চিঠি পাইনি। আমাকে কিছু বলা হয়নি।’
চট্টগ্রাম সিটি মেয়রের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘আমি এটা কখনও শুনিনি, এটা বলতে পারি, মিনিস্ট্রির কাজ ডেভেলপমেন্ট (উন্নয়ন) করানো। ডেভেলপমেন্ট করাতে হলে টাকা দেবে সরকার। মিনিস্ট্রি তো তার নিজস্ব ডেভেলপমেন্টের স্বার্থে সরকারের কাছে এ সব ডিপিপিগুলো পাঠাবে। আমাদের চেয়ে অনেক সময় ওনাদের তাড়া বেশি থাকে। টাকাটা এনে দিতে পারলে ঢাকার কাজ বেশি হবে, রাজশাহীর কাজ তাড়াতাড়ি হবে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, ‘আমাকে এ ধরণের পরিস্থিতিতে পড়তে হয়নি, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এ ধরণের অভিযোগ যদি তিনি (চট্টগ্রামের মেয়র) করে থাকেন তবে অবশ্যই এটির তদন্ত হওয়া উচিত।’
এসব বেশিদূর এগুবে না! আমরা আমরাই তো!!
কেন কি কারণে?
হাচা কথা কইছে তাই :/
মেয়র যা বলেছে চট্রগ্রামের জন্য বলেছে সে যে দলের হোক।
সত্য কথা বলার জন্য মেয়র সাহেব কে ধন্যবাদ। শোকেজ মোকেজ কোন ব্যাপার না, চট্রগ্রামের আপমর জনসাধারন আপনার সাথে আছে। চট্রগ্রাম কে অবহেলা করা আমরা কখনো সহ্য করব না।
মন্ত্রণালয়ের যে কর্তা ঘুষ চেয়েছিলেন মেয়র মহোদয় তার গালে কষে চড় দিলে বেশি খুশি হতাম। নিশ্চয় ঐ কর্তা চট্টগ্রাম বিদ্বেষী। শো’কজ করে লাভ নেই আমরা মেয়রের সাথে আছি।
Yes..
দেশ তো এসব দূর্নিতীবাজ আমলাদের হাতে জিম্মি।
বন্দরের ইনকাম থেকে ১০% সিটি কর্পোরোশেন কে দিতে হবে।
কথায় আছেনা, চোরোর মার বড় গলা।
উচিত কথার ভাত নাই
তথ্যমন্ত্রী ইনু সাহেবের কথার সত্যতা পাওয়া গেল।
মেয়র নাছির সাহেবকে শোকজ করার কারণ আছে। তিনি এটাকে ঘুষ বল্লেন কেন? আমাদের অর্থমন্ত্রী বলে দিছেন না যে, এটাকে ঘুষ বলবেন না, বলুন স্পীডমানি। তারপরও তিনি ঘুষ বলেন কেন? বুদ্ধি নাই নাকি?
চোর কাকে বলে কত প্রকার ও কি কি তা দেখে নিক দেশের মানুষ।
নাছির ভাইকে শোকজ না করে ঐ আমলাটাকে আইনের আওতায় আনা হোক।
প্রিয় নগর পিতা আপনার কোন ভয় নেই, চট্টগ্রামএর সর্বস্তরের জনগণ আপনার পাশে আছে।
এদেশে সত্য কথার দাম নেই
সেক্রেটারি সাহেব যে ভাবে প্রমান চেয়েছেন সে ভাবে প্রমান হয়ত মেয়র সাহেব দিতে পারবেন না। কারন মেয়র সাহেব জনপ্রিয় জনপ্রতিনিধি। ধূর্ত আমলা নন, যে তিনি ভয়েজ রেকর্ড করে বা দালিলিক প্রমান হাতে নিয়ে কথা বলবেন।
যদি এ ধরনের প্রমানাদি না থাকলে কথা বলা না যায় বা অভিযোগ করা না যায় তাহলে তো বলতে হয় এটা আমলা/অফিসারদের করদরাজ্য। জনপ্রতিনিধিরা এখানে কাবাব কা হাড্ডি।
সাধারনত এসব কথার কোন প্রমান রাখেনা। তবে ইচ্ছা থাকলে সবই সম্ভব। লাভ নাই, সত্য কথা বললে বিপদ বাড়বে।
সে যে দলেরই হোক সত্য কথা বললেই বিপদ।এখন আমাদের সবার দলমত নির্বিশেষে নাছির ভাইয়ের পাশে থাকা উচিত।
আমাদের অর্থমন্ত্রী বলে দিছেন না যে, এটাকে ঘুষ বলবেন না, বলুন স্পীডমানি।
যদি সত্যি হয় কাজটা ভাল হবে না।
সত্যি কথার দাম কি এভাবে পাবে উনি
Bisoy bustuti..kal janano hoy a chelo..AJR nnb24.com (IHRCS)
মেয়রের এত তাড়াতাড়ি এত বেশি কথা বলা উচিত হয়নি
বাংলাদেশে সত্যি কথা বললে বিপদে পড়তে হয়।উনার সামনে কোন বিপদ আছে কে জানে যেমন বাবুল আত্তার ভাল কাজ করে কিনা বিপদে আছে বাংলাদেশের রাজনিতি জি হুজুর মার্কা।ভাল কাজ/কথার কোন দাম নাই ৫% ১০% এটা নতুন না।