অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

টেকনাফে একলাখ ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফতার

0
ফাইল ছবি।

কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।  আজ মঙ্গলবার (৪সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ অভিযান চালায় র‌্যাব।  এসময় মোহাম্মদ হোসেন নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে র‌্যাব-৭ এর কক্সবাজার টেকনাফ ক্যাম্প-১ এর কোম্পানী কমান্ডার লে. মীর্জা শাহেদ (এক্স বিএন) পাঠক ডট নিউজকে জানান, গোপন খবরের ভিক্তিতে র‌্যাব টেকনাফ ক্যাম্পের সদস্যরা উপজেলার মধ্যম জালিয়াপাড়া ৮ নং ওয়ার্ডে জনৈক মাদক ব্যবসায়ী মো. হোসেনের বাড়ী ঘেনরাও করে অভিযান চালায়। এসময় তাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে তার কাছে ইয়াবার চালান থাকার কথা স্বীকার করে।  এসময় তার দেখানো মতে তার বাসায় লুকিয়ে রাখা ইয়াবার একটি প্যাকেট উদ্ধার করা হয়। যার মধ্যে এক লাখ পিছ ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় মো. হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক দ্রব্য আইনে মামলা চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।