অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মাঝিরঘাটে আগুনে পুড়ে গেছে ৪ লবণ কারখানায় (ভিডিও)

0
.

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার মাঝিরঘাট নারিকেল তলা এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৪টি লবন কারখানায়। আজ শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

আগুনে মাঝিরঘাট স্ট্যান্ড রোড়ে অবস্থিত সুমন সল্ট, জননী সণ্ট, তানভীর সল্টসহ ৪টি লবন প্রক্রিয়াজাত কারখানা ও আশে পাশের কয়েকটি প্রতিষ্ঠান পুড়ে গেছে বলে জানান প্রতক্ষ্যদর্শী এলাকাবাসীরা।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের কন্ট্রোল রুম কর্মকর্তা সারোয়ার জাহান পাঠক ডট নিউজকে বলেন, লবন কারখানায় আগুন লাগার খবর পেয়ে নগরীর ৪টি ষ্টেশন থেকে ৪টি ইউনিয়েটের ১২টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুনের সুত্রপাত এবং ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত এখনো জানা যায়নি।

এদিতে মাঝির ঘাট নারিকেল তলা এলাকাটি গিঞ্জি এলাকা এবং পানির উৎস না থাকা ফায়ার সার্ভিসের আগুন নেভাতে বেগ পেতে হয়।  টিন সেট ও বেড়ার তৈরী এসব লবণ কারখানা সহজে পুড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, অন্য জায়গা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করতে হয়েছে।  এতে আগুন নেভাতে সময় লাগে।  আর এ কারণে এলাকার লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের উপর বার হামলা চেষ্টা চালায়।