অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান জসিমকে রিমাণ্ডে নিয়েছে পুলিশ

0
.

চট্টগ্রাম মহানগরীর জিইসির মোড থেকে গ্রেফতার হওয়া সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা জসিম উদ্দিনকে রিমাণ্ডে নিয়েছে পুলিশ।

আজ শুক্রবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাতকানিয়া থানায় নিয়ে যায় পুলিশ।

এর আগে গত ১১ জুলাই বুধবার উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের এক দিনের রিমাণ্ড মঞ্জুর করেন চট্টগ্রামের অতিরিক্ত চীপ জুড়েশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি এনামুল হক। তিনি জানান, বুধবার সাতকানিয়া থানা পুলিশ চেয়ারম্যান জসিম উদ্দিনের ৫ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে আবেদন করেন। আদালত একদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য গত ৭ জুলাই শনিবার রাত ১০টার দিকে নগরীর জিইসি কনভেশন সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান থেকে জেলা ডিবি পুলিশ চেয়ারম্যান জসিমকে গ্রেফতার করে।

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বলেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে যুবলীগ নেতা হাসান হত্যা, নাশকতা, বিস্ফোরক, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ অন্তত ১০টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

জানাগেছে, এর আগে ২০১৬ সালের ২০শে জুন সাতকানিয়ার কেরানীহাট ইসলামী ব্যাংকের সামনে থেকে ইফতার মাহফিল থেকে জসিমকে একবার গ্রেফতার করা হয়েছিল।

উল্লেখ্য ২০১৪ সালে জসিম উদ্দিন কারাগারে থাকা অবস্থায় জামায়াতের সমর্থনে বিপুল ভোটে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

*সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা জসিম গ্রেফতার