অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে অগ্নিকান্ড, কালো ধোঁয়ায় আছন্ন এলাকা

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডের সোনাইছড়ির শীতলপুর এলাকায় ক্রিস্টাল শীপার্স লিমিটেড নামক একটি পুরাতন জাহাজ ভাঙ্গা ইয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২ জুলাই)) দুপুর সাড়ে তিনটার দিকে এঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, উপজেলার গামারীতলা এলাকায় ক্রিস্টাল শীপার্শ ইয়ার্ডে রাশিয়ার তৈরী ” আইজবার্জ ” নামক স্ক্র্যাপ জাহাজটিতে আক্সিজেন দিয়ে কাটিং করার সময় আগুন ধরে যায়। এসময় আগুনের কালো ধোঁয়া প্রায় ২ কিলোমিটার এলাকা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুমিরা ও ফায়ার সার্ভিস এর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

খবর পেয়ে এসপি সীতাকুণ্ড সার্কেল শম্পা রানী সাহা, সীতাকুণ্ড মডেল থানার এসআই সাইফুল্লাহ, এসআই ইকবাল উপস্থিত হন।

এব্যাপারে জানতে চাইলে ইয়ার্ড ম্যানেজার মোজাফ্ফর আহমেদ বলেন, পুরাতন জাহাজে কাজ করার সময় অক্সিজেন থেকে অসর্তকতার কারণে আগুন ধরে যায়। এসময় জাহাজে থাকা ককসিটে আগুন লাগার ফলে কালো ধোঁয়া বের হয়। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। কোন শ্রমিকও আহত বা নিহত হয়নি। শ্রমিকদেরকে নিরাপদে জাহাজ থেকে নিচে নিয়ে আসা হয়।