অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ট্রেনের ধাক্কা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

0
.

চট্টগ্রাম নগরীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলন্তু ট্রেনের ধাক্কায় জামাল উদ্দিন (৫১) এবং বিদ্যুস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৫০) এর মৃত্যু হয়।

আজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে পুলিশ জানায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, সকাল ৯টার দিকে চান্দগাঁও থানা সিএণ্ডবি পাইকবাজার রেলবিট সংলগ্ন এলাকায় চট্টগ্রাম দোহাজারী রেল লাইনে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। নিহত জামাল উদ্দিন আনোয়ারা উপজেলার পূর্ব মার্কেট এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

এদিকে একই সময়ে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কালাম (৫০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

নগরীর কর্ণফুলী থানার ডাঙারচর এলাকায় বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে।  নিহত আবুল কালাম একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

চমেক হাসপাতালের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে আবুল কালাম স্থানীয় একজনের বাড়ীতে বিদ্যুতের মেরামত করার সময় ঘরের টিনের সাথে বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।