অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নোকিয়ার কলা ফোন

0

নোকিয়ার আরেকটি ফিচার ফোন উন্মোচন করেছে এইচএমডি গ্লোবাল। রেট্রো ক্লাসিকরূপে ফিরিয়ে আনা হয়েছে নোকিয়া ৮১১০। ১৯৯৯ সালে আলোড়ন তোলা সিনেমা ম্যাট্রিক্সে কিয়ানু রিভসের হাতে দেখানো ফোনের অবিকল এই ফোন।

স্পেনের বার্সেলোনায় চলতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ডিভাইসটি উন্মোচন করেছে ফিনিশ প্রতিষ্ঠান এইচএমডি। আগের বছরের নোকিয়া ৩৩১০-এর মতোই এ বছরও ডিভাইসটি দিয়ে চমক দেখিয়েছে প্রতিষ্ঠানটি। কিছুটা বাঁকা করে তৈরি করা হয়েছে নতুন এই ডিভাইসটি। আর পর্দার নিচে বাটনের ওপরে রাখা হয়েছে স্লাইডার। এর মাধ্যমে কল ধরতে ও কাটতে পারবেন গ্রাহক, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে।

কালো এবং হলুদ রঙে পাওয়া যাবে নোকিয়া ৮১১০। কলার মতো বাঁকানো নকশা আর হলুদ রঙের কারণে ডিভাইসটিকে বলা হচ্ছে ‘ব্যানানা ফোন’। -আইটি ডেস্ক