অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য ‘হয়ে গেছে’: শেখ হাসিনা

0
160717131028_bangladesh_pm_sheikh_hasina_640x360_focusbangla_nocredit
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকার গুলশানের রেস্তোরাঁ ও শোলাকিয়ায় ঈদের জামাতে হামলার পর সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই ঐক্য ইতিমধ্যেই হয়ে গেছে, তবে যারা ‘মানুষ পোড়ায়’ ও ‘যুদ্ধাপরাধী’ – তাদের কথা আলাদা।

আন্তর্জাতিক একটি সম্মেলন থেকে ঢাকা ফিরে আজ রবিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, “যাদের ঐক্য হলে সত্যিকারভাবে সন্ত্রাস দূর করা যাবে. তাদের ঐক্য ঠিকই গড়ে উঠেছে, এবং এ ঐক্য থাকবে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এই সমস্ত সন্ত্রাসী জঙ্গীবাদ, পুড়িয়ে মানুষ মারা, যুদ্ধাপরাধ এসবের সাথে যারা জড়িত – তাদের কথা আলাদা”

সচ্ছল উচ্চ-মধ্যবিত্ত পরিবারের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণরা গুলশান ও শোলাকিয়ার আক্রমণের পেছনে ছিল – এ ব্যাপারে শেখ হাসিনা বলেন, “যাদের জীবনের সব চাহিদাই পূরণ হয়ে গেছে তারা পথ খুঁজে না পেয়ে খুনখারাবিতে জড়িয়ে পড়েছে।”

তিনি মন্তব্য করেন,”তারা উচ্চবিত্ত পরিবারের, ইংলিশ মিডিয়ামে পড়েছে । এখন তারা হুরপরী পাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।”

গুলশান ও শোলাকিয়ার ওই দুটি ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সন্ত্রাস দমনে বাংলাদেশকে সহযোগিতার যে কথা বলেছে, সে ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, তথ্য এবং প্রযুক্তিগত সহযোগিতা পাবার ব্যাপারে বাংলাদেশের আগ্রহ আছে।

তবে সন্ত্রাস দমনের জন্য জনসচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে প্রধানমন্ত্রী উল্লেখ্য করেন।