অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম আটক

0
আমিনুল ইসলাম।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানের কদম ফোয়ারার মোড়ে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর থেকে তাকে আটক করা হয়।

২০১৪ সালের মার্চে বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দীর্ঘ ১৭ বছরের ক্রীড়াজীবনে দেশের জন্য একাধিক সম্মাননা বয়ে আনা আমিনুল খেলাধুলা থেকে অবসরে গিয়ে রাজনীতিতে যুক্ত হন।

ফুটবল দলের অন্যতম সফল এই গোলরক্ষকের জন্ম ১৯৮০ সালের ৫ই অক্টোবর। জাতীয় দলে অভিষেকের আগেও ১৯৯৪ সালে খেলেছেন মোহামেডান স্পোর্টিং কাবের হয়ে জুনিয়র দলে। তার দুই বছর পর প্রথম শ্রেণীর ফুটবলে আমিনুলের অভিষেক হয়। ১৯৯৬ সালেই জাতীয় দলে ডাক পান আমিনুল হক। তবে জাতীয় দলে কাঙ্খিত অভিষেক হয় ১৯৯৮ সালে কাতারের সাথে প্রীতি ম্যাচে। সেই থেকে ক্যারিয়ার শুরু।