অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বৌদ্ধের কৃষ্টি সংস্কৃতি হাজার বছরের

0

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

.

সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল বলেছেন, এ দেশে বৌদ্ধের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি হাজার বছরের। এ সংস্কৃতি ঐতিহ্য বাঙালি জাতিস্বত্তার সাথে মিশে আছে।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবের ১ম দিনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন ও বিদর্শন সাধক ভদন্ত ধর্মশ্রী মহাথের’র ৮ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত দুইদিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্দ্ধতন সহ-সভাপতি ভদন্ত শীলভদ্র মহাথের।

অনুষ্ঠানের উদ্বোধন করেন হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘপাল ভিক্ষু। সদ্বর্মদেশনা করেন শাসনপ্রিয় মহাথের, শ্রীমৎ আর্যশ্রী থেরো ও ভদন্ত সত্যানন্দ ভিক্ষু।

দেশপ্রিয় বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ফোরকান এলাহী অনুপম, পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মো.ইউনুচ, মুক্তিযোদ্ধা হারুন মিয়া, এসএম সেলিম, আ.লীগ নেতা রেজাউল করিম বাবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার দাস, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি বিপ্সসি মহাথের। এতে শুভেচ্ছা বক্তব্য দেন ডা. শুভময় চৌধুরী, ডা. অধীর বড়ুয়া, প্রিয়দর্শী বড়ুয়া।

স্বাগত বক্তব্য রাখেন প্রিয়তোষ বড়ুয়া ও সিতাংশু বড়ুয়া। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বিহারের সদস্য সচিব মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র বড়ুয়া। দিনব্যাপী অনুষ্ঠানে বিশ্বশান্তি কামনায় সূত্রপাঠসহ ধর্মীয় নানা কর্মসূচি পালন করা হয়।