অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কোরআন অবমাননাকারী আহলে হাদীস জঙ্গিবাদের মদদদাতা

0
.

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন স্টীল মিল মুনবেকারী গলিতে গত ১৫ই অক্টোবর পবিত্র কোরআনকে নর্দমা-নালায় ফেলে দিয়ে আহলে হাদীস যুব সংঘের নাম সংগঠনটি চরম ইসলাম ও ধর্মীয় অবমাননা দেখিয়েছেন । তারই প্রতিবাদে বিভিন্ন সংগঠন ঐদিন বিকেল থেকে একের পর এক আন্দোলন কর্মসূচি দিয়ে পুলিশ প্রসাশনকে কোরআন অবমাননা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়ে আসছে।

এ ঘটনায় গ্রেফতার হওয়া আহলে হাদিসের নেতারা ঘটনার ৩/৪দিনের মাথায় জামিনে বেরিয়ে এসে আন্দোলন কারীদের বিভিন্ন ভাবে ভয়ভীতি সহ দেশ-ছাড়া করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

এদিকে আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৩নভেম্বর শুক্রবার উলামা-মাশায়েক পরিষদের উদ্যোগে ইপিজেড মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রিয় কমিটির সভাপতি মাওলানা অধ্যক্ষ আশরাফ আলীী আকন্দ বলেন, এই আহলে হাদীস সংগঠনটিই সারা দেশে জঙ্গিবাদ সৃষ্ঠি করে সন্ত্রাসী কর্মকান্ড করে জঙ্গিবাদকে উসকে দিয়েছেন। এরাই হচ্ছে ঐ ইহুতি-খৃষ্ট্রানের দালাল এবং জঙ্গির মদদ দাতা। এরা দেশের শুত্রু-ইসলামের দুশমন এবং রাসূল (দঃ) এর বিরোধী। তাই এদের রাষ্ট্রীয় আইনে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থার জোর দাবি জানান্। অন্যতায় উলামা-মাশায়েক পরিষদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাইর নির্দেশে কঠিন আন্দোলনের ডাক সহ ঢাকায় মহাসমাবেশের ডাক, চট্টগ্রাম পতেঙ্গা অভিমুখে লংমার্চ -বিমান বন্দর সড়ক অবরোধের ঘোষনা দেন।

.

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন সম্মানিত বিশেষ অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি জান্নাতুল ইসলাম , উলামা-মাশায়েক পরিষদ ইপিজেড সভাপতি মাওলানা জিয়াউল হক নোমানী, পতেঙ্গা সেক্রেটারী মাওলানা রুহুল্লাহ সাহেব,বন্দর থানা কমিটির সভাপতি মোঃ সেলিম হোসেন,মাওলানা এমদাদ উল্লাহ,ছাত্র পরিষদের নেতা শাহিনুর ইসলাম শাহিন,পতেঙ্গার নুর হোসেন,মোঃ জসিম উদ্দিন, জাহিদ হোসেন, মোঃ রাজু প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে উলামা-মাশায়েক পরিষদের তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ইপিজেডে মোড় থেকে শুরু হয়ে পতেঙ্গার স্টিল মিল বাজার মুন ভিউ’র সামনে গিয়ে দোয়া-মুনাজাতের মাধ্যমে শেষ হয়।