অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে মাছ বাজারে অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড মাছের আড়ৎগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালা করা হয়েছে। অভিযানে দুই আড়ৎদার ও এক খুচরা ব্যবসায়ী থেকে অবৈধ আফ্রিকান মাগুর মাছ জব্দসহ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য কর্মকর্তা সেলিম রেজার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় আড়ৎ সীতাকুণ্ডের জনতা এন্টারপ্রাইজকে ৫ হাজার, শাহ আমানত এন্টারপ্রাইজকে ৫ হাজার ও বড় দারোগাহাটের খুচরা ব্যবসায়ী আহাম্মদ হোসেন কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা জানান, মৎস্য রক্ষা সংরক্ষন আইন অনুযায়ী ১৯৫০ (৩) ধারা ভঙ্গ করায় তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয় পরে আফ্রিকান মাগুর মাছগুলো আমরা জব্দ করি এবং বাজেয়াপ্ত ঘোষনা করি।