সীতাকুণ্ডে শ্যামলি পরিবহণ খাদে পড়ে আহত ২০

চট্টগ্রামের সীতাকুণ্ডের পহ্নিছিলায় বাস খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পহ্নিছিলা বড়ুয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহা সড়কের বাহিরে খাদে পড়ে যায়। এতে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নন্দিনী রুদ্র (১১) মনমুন রুদ্র (৩৫) রেজিয়া (৬০) হোসনেয়ারা (৫৫) সান্তা (১৮) ইসরাত জাহান (২১) নুরুল আলম (৩০) সুমন (৩০) তাপস রায় (১৯) আবুল কাশেম (৫২) ।
ঘটনার পরপরই সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল শ্যামলী পরিবহণের আহত যাত্রীদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি ছালেহ আহমদ পাঠান জানান, সকাল ৯টার দিকে শ্যামলী পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ২০/২৫ জন যাত্রী আহত হয়েছে শুনেছি। ঘটনাটি পৌরসভা এলাকায় হওয়ায় সীতাকুণ্ড থানা পুলিশ তা দেখভাল করছে। তাই আমি বিস্তারিত জানি না।