চট্টগ্রামে বাস ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখি সংর্ঘষে আহত ২৫

চট্টগ্রাম নগরীর বন্দর থানার কাস্টমস এলাকায় বাস, ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখি সংর্ঘষে অন্তত ২৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালের দিকে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসের সাথে বিপরীরতমুখি ট্রাক ও মাইক্রেবাসের এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা নিয়ে পরে সবাই চলে যায় বলে জানান
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) বিদেশে পোশাক কারখানা “হংকং ইন্টারন্যাশনাল লিমিেিটড’র শ্রমিকদের বহনকারী একটি বাসের সাথে দ্রুতগামী ট্রাক মাইক্রেবাসের ত্রিমূখী সংর্ঘষের ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ পোশাক শ্রমিক আহত হয়েছেন। আহতদের হাসপাতালের ক্যাজুয়েলটি বিভাগে চিকিৎসা দেয়া হলে পরে তারা চলে যায়।