অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আন্দরকিল্লা ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করলেন মেয়র

0
.

বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটারদের ডিজিটাল পদ্ধতির ভোটার আইডি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই আলোকে আজ শনিবার (৫ আগষ্ট) সকালে নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডস্থ মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়ে ভোটারদের মাঝে ডিজিটাল ভোটার আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

চসিক সুত্র জানায়- এ কার্যক্রম ৫ আগষ্ট থেকে ২২ আগষ্ট ২০১৭ পর্যন্ত চলমান থাকবে।

৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের সকল ভোটারদেরকে মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয় থেকে তাদের স্মার্ট কার্ড গ্রহণ করার সুযোগ পাবেন।

 স্মার্ট কার্ড উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে মেয়র বলেন, বর্তমান সরকার জনগনকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে। গণতন্ত্রকে সুসংহত করে জনগনের দোরগৌড়ায় গণতন্ত্রের সুফল পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছেন। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে নানা মুখী প্রদক্ষেপ গ্রহণ করেছে। আমার ভোট আমি দিব, যাকে খুশী তাকে দেব-জননেত্রী শেখ হাসিনার এ শ্লোগান বাংলাদেশে পরিপূর্ণ বাস্তবায়িত হয়েছে।

মেয়র আসন্ন নির্বাচনে চলমান উন্নয়নের ধারা অব্যাহত এবং গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে সরকারের ধারাবাহিকতা রক্ষার আহবান জানান।

স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে ৩২নং ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সদস্য বেলাল আহমদ, মেয়রের একান্ত সহকারী সচিব রায়হান ইউসুফ, আওয়ামীলীগ নেতা মোরশেদুল আলমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।