অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৩

6
.

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মাদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছে। তাদের ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। বাকীদের বেসরকারী ম্যাক্স হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

আজ শনিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আনোয়ার পলাশ, মাইমুন উদ্দিন মামুন, কাজী সিদ্দিকুর রহমান, নুরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ বোরহান, মো. জিসান, মো. সিদ্দিক সোহান, হানিফ সুমন, নূর উদ্দিন, মনিরুল ইসলাম, আরমান আসিফ, ও ইফতি।

সংঘর্ষে জড়িয়ে পড়া ছাত্রলীগের দুই গ্রুপ নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক বর্তমান সিটি মেয়ের আ জ ম নাসির উদ্দিনের অনুসারী বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

.

প্রতক্ষ্যদর্শী  সুত্রে জানাযায়, কলেজের বিজ্ঞান ভবনের সামনে দাড়িয়ে আ জ. ম নাসির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন নেতা কর্মী স্লোগান দেয়। অপর পাশে মহিউদ্দীন চৌধুরীর অনুসারী কয়েকজন ছাত্রলীগের নেতা কর্মীরাও স্লোগান দিতে থাকে। এনিয়ে উভয় গ্রুপের সাথে কথা কাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এতে উত্তেজিত দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় গ্রুপের ১৩ জন নেতা কর্মী আহত হয়।

মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আহত মায়মুন উদ্দিন মামুন বলেন, গণি বেকারী এলাকায় যুবলীগ নামধারী কলেজের বহিরাগত সন্ত্রাসী আব্দুর রউফের ছেলেরা আমাদের ছেলেদের মারধর করার খবব পেয়ে দুপুরের দিকে আমরা  সেখানে গেলে আমাদের উপর হামলা চালায় রউফের ছেলেরা। আমাদের ১০/১২ জনকে আহত করেছে।

চকবাজার থানার ওসি নুরুল হুদা ভূঁইয়া জানান, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তবে কি নিয়ে সংঘর্ষে জড়িয়েছে তা এখনো জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে চমেকে ভর্তি করানো হয়েছে। তাদের মাথায় হাতেসহ বেশ আঘাত রয়েছে।

৬ মন্তব্য
  1. রিয়াদ আহসান রানা বলেছেন

    কলেজ দুইটাকে নষ্টদের আখড়া বানিয়ে ছাড়ল।

  2. Bahar Uddin বলেছেন

    স্বার্থ নিয়ে গুঁতোগুঁতি করবে-মারা গেলে আন্দোলন সংগ্রাম-আরও কত কি।

  3. Kawsar Alam Bhuiyan বলেছেন

    ইয়া ভগবান ! আর কতো?

  4. নবাব ছলিম উল্লাহ বলেছেন

    আগে ভালো ছিলো৷

  5. নবাব ছলিম উল্লাহ বলেছেন

    এখন তো পুরো বছরটাকেই ভাদ্র মাস বানিয়ে ফেলেছে৷

  6. Azizul Hoque বলেছেন

    যখন সেখানে শিবির ছিল > শান্ত ছিল