অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মিরসরাইয়ে বাস ও মাইক্রোবাস সংঘর্ষঃ অল্পের জন্য বাঁচলেন অর্ধশত যাত্রী

0
.

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হলেও কেউ নিহত হননি। রবিবার (৩০ জুলাই) দুপুর ২ টার দিকে হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট বাজারের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

.

পুলিশ ও স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিনকিরহাট এলাকায় এলে করেরহাটগামী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির ৯০ ভাগ অংশ সড়কের পাশে হেলে পড়ে। তবে বাসটি উল্টে না যাওয়ায় কেউ তেমন আঘাত পাননি। অন্যদিকে মাইক্রোবাসটিও সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ভাগ্যবশত বেঁচে গেছেন যাত্রীরা। যেভাবে দুইটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে তাতে বড় ধরণের দুর্ঘটনা হতে পারতো। কিন্তু সৌভাগ্যক্রমে দুর্ঘটনাটা অতো বড় হয়নি।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।