অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে মেয়েকে হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন

0
.

চট্টগ্রামে সৎ মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে রোকেয়া বেগম নামে নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রবিবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরে আলমের আদালত এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত নারী সীতাকুণ্ড উপজেলার মাহমুদাবাদ ধলইপাড়া এলাকার আব্দুল হকের স্ত্রী।

অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন। একই সাথে আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। তবে দণ্ডাদেশপ্রাপ্ত রোকেয়া বেগম বর্তমানে পলাতক।

আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২০ নভেম্বর বিকেলে ইফতারি বানানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রোকেয়া বেগম দা দিয়ে কুপিয়ে নাছিমাকে খুন করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার চিহ্ন পেয়ে রোকেয়াকে আটক করে। রোকেয়া ও তার স্বামী মিলে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। ঘটনার পরদিন থানায় মামলা হয়।

কিন্তু পুলিশের সন্দেহ হয় তারা লাশের ময়নাতদন্ত করা হলে হত্যার আলামত মেলে। পরদিন পুলিশ এ ঘটনায় হত্যা মামলা করে।

২০০৩ সালের ৩১ ডিসেম্বর আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরের বছরের ২১ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে মামলার বিচার শুরু হয়।