অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লোহাগাড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

1
বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় বিমানটিতে।

চট্টগ্রামে লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিধ্বস্থ হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার বড়হাতিয়া হরিদারঘোনা এলাকায় এই ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ বিমান বিধ্বস্থ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। তবে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী প্যারাসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় কোন হতাহত হয়েছে কি-না তা তাৎক্ষনিকভাবে নিশ্চিত করতে পারেন নি।

তবে লোহাগাড়ার ওসি মো. শাহজাহান জানিয়েছেন প্যারাসূট দিয়ে নামতে গিয়ে বিমানটির দুইজন পাইলট সামান্য আহত হয়েছেন।

দুই পাইলটকে উদ্ধার করতে দ্রুত অবতরণ করে বিমান বাহিনীর এ হেলিকপ্টারটি।

স্থানীয় প্রতক্ষ্যদশী মান্নান সওদাগর পাঠক ডট নিউজকে জানান, বিমানটি চক্রর দিয়ে মাঠে পাশে জঙ্গলে পড়ে যায়। দিয়ে নীচে। দুজন পাইলট কিছু দুরে প্যারাসূট দিয়ে নেমে যান। পরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে দুই পাইলটকে নিয়ে আবার হেলিকপ্টারটি চলে যায়। দুর্ঘটনার পর পরই বিমানটিতে আগুন লেগে যায়। এতে প্রশিক্ষণ বিমানটি সম্পূর্ণ পুড়ে গেছে।

এদিকে ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিস, লোহাগাড়া থানা, বিমান বাহিনীর উদ্ধার টিম ঘটনাস্থলে পৌছেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে লোহাগাড়ায় দুর্ঘটনায় কবলিত ওই প্রশিক্ষণ উড়োজাহাজে দুজন পাইলট ছিলেন। তাঁরা অক্ষত আছেন।