অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মোরা’র আঘাত: গভীর সাগরে বাঁশখালী ও কুতুবদিয়ার ৭১ মাঝিমাল্লা নিখোঁজ

1
.

ঘূর্ণিঝড় মোরা উপকূল অতিক্রম করার পর চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ছয়টি নৌকাসহ ৭১ জন মাঝি-মাল্লা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

এর মধ্যে কুতুবদিয়া এলাকা থেকে ৬৩ জন ও বাঁশখালী উপজেলা থেকে ৮ জন নিখোঁজ বলে জানান স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ওই নৌকাগুলোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাঁশখালী ও কুতুবদিয়ার ইউএনও।

কক্সবাজারের কুতুবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী মঙ্গলবার রাতে বলেন, কুতুবদিয়া এলাকা থেকে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া চারটি নৌকা মঙ্গলবার রাত পর্যন্ত তীরে ফিরে আসেনি। নৌকাগুলোতে মোট ৬৩ জন মাঝি-মাল্লা থাকার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, নৌকা মালিক সমিতির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তারা এখন পর্যন্ত ওই নৌকাগুলোর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি।

বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. চাহেল তস্তুরী বলেন, বাঁশখালী থেকে চার দিন আগে দুটি ইঞ্জিন চালিত ট্রলার গভীরে সাগরে মাছ ধরতে যায়। নৌকা দুটিতে মোট আটজন মাঝি-মাল্লা ছিল। ঝড়ের পর এখনও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে তারা গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধার এবং খোঁজ পেতে নৌ বাহিনী ও কোস্টগার্ডের সাহায্য চাওয়া হয়েছে। সুত্র: বিডিনিউজ

১ টি মন্তব্য
  1. Murshedul Islam বলেছেন

    আল্লাহ সহাই হোন।