অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মুর্তি অপসারণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন হেফাজত

0
.

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মুর্তি সরিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলামের নেতারা।

এঘটনায় বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের পক্ষ থেকে তারা প্রধানমন্ত্রী অভিনন্দন জানান। সংগঠনটির যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের জনগণ সরকারকে ধন্যবাদ জানাবে।

রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, প্রধানমন্ত্রী ওলামা কেরামকে আস্থা ও ভরসা রাখতে বলেছিলেন। প্রধানমন্ত্রীর কথার প্রতিফলন ঘটেছে, সেজন্য তাকে ধন্যবাদ। দেশের মানুষের ধর্মীয় চেতনাবোধকে মূল্য দিয়ে মূর্তি (ভাস্কর্য) সরিয়ে ফেলা হচ্ছে। সরকারে শুভ বুদ্ধির উদয় হয়েছে। মূর্তি (ভাস্কর্য) নিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা করেছেন সরকার।