অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

0

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

.

সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড, প্রধান শিক্ষকদের করস্পেন্ডিংসহ ১০তম গ্রেড প্রদান ও সহকারী শিক্ষক পদকে এন্টি পদ ধরে শতভাগ পদোন্নতিসহ ৫ দফার দাবীতে মানববন্ধন করেছে বোয়ালখালী উপজেলায় কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে বোয়ালখালী উপজেলা পরিষদের সামনে কেন্দ্র ঘোষিত এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ৩৭ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করন করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করেছেন এবং ২০১৪ সালের ৯ মার্চ প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার ঘোষনা দিলেও এখনো বাস্তবায়ন হয়নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি শফিকুর রহমানের, সাধারণ সম্পাদক শ্যামল মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য শিক্ষক আবুল কালাম সাদা, সুমি বড়ুয়া, শংকর চৌধুরী, এম নজির আহমদ, শিল্পী দাশ, মোহাম্মদ ইলিয়াছ, শান্তা বিশ্বাস, মো. নাজিম উদ্দিন, উৎপল চৌধুরী।