অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শপথ নিতে গিয়ে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন বিএনপির মেয়র সাক্কু

3
.

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র বিএনপি-দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু শপথ নিয়েছেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন পাওয়ার দুইদিনের মাথায় প্রধানমন্ত্রীর কাছে শপথবাক্য পাঠ করেন সাক্কু।

শপথবাক্য পাঠ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে দোয়া চেয়েছেন বিএনপির এ নেতা। এ সময় শেখ হাসিনা সাক্কুর পিঠে হাত বুলিয়ে দেন।

বৃহস্পতিবার (১১ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথবাক্য পাঠ করানো হয়। শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন বিএনপি দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু।

এর আগে ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে পরাজিত করে সিটি কর্পোরেশন প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন সাক্কু।

৩ মন্তব্য
  1. Alim Uddin বলেছেন

    আগামি ৫ বছরের জন্য আশির্বাদ নিলো আরকি। যেন জেল এ যেন না পাঠায়। বুদ্ধিমান।

  2. Muhammed Alee Murad বলেছেন

    গুরুজনকে সমমান করা ভাল….! দেশের দুই নেত্রিথ এদেশের মুরুব্বী…..!

  3. Lola Miya বলেছেন

    জেল থেকে বাচতে পা দরলেন আখেরাত থেকে বাচতে কি করছেন