অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইয়াং জেনারেশন অব চিটাগাং এর উদ্যোগে পথ শিশুদের স্বাক্ষর কর্মসূচি পালিত

0
.

নিরক্ষর মুক্ত বাংলাদেশ বিনিমার্ণের লক্ষ্যে ইয়াং জেনারেশন অফ চিটাগং ক্লাবের পক্ষ থেকে সিআরবিতে পথ শিশুদের মাঝে হাতে-কলমে শিক্ষা কর্মসূচি পালন করা হয়েছে।

আজ ১ মে সোমবার বিকালে নগরীর সিআরবি এলাকায় সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এসময় প্রায় ১০০ জন পথ শিশু তাদের ভবিষ্যত জীবনের স্বপ্নের কথা জানিয়েছে। তারা এখন যে অবহেলার স্বীকার হচ্ছে, তারা বড় হয়ে তা চাই না। পথ শিশুরাও সুযোগ পেলে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তা তাদের প্রতিভার মাধ্যমে ফুটে উঠেছে।

সংগঠনের নেতৃবৃন্দ শাকিল চৌধুরী ও রাকিবুল ইসলামের সঞ্চালনায় এবং বাবুর সভাপতিত্ব এক সংক্ষিপ্ত অলোচনায় বক্তরা বলেন-ইয়াং জেনারশন অফ চিটাগং ক্লাব সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে। ভবিষ্যতেও এসকল কর্মসূচি চলমান থাকবে।

অনুষ্ঠানে ছাত্রনেতা মায়মুন উদ্দীন মামুন বলেন,”সমাজটাকে পরিবর্তন করতে হলে করে শিক্ষার আলো প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিতে হবে।আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনিমার্ণে ইয়াং জেনারশনের প্রত্যকটা সদস্য কাজ করে যাবে”।

এসময় আরো বক্তৃতা করেন ইয়াং জেনারেশন অফ চিটাগং ক্লাবের সদস্য মারুফ বিন রফিক, মোহাং ইমন, মহিন, ফাহিম প্রমুখ। উপস্থিত ছিলেন  ফাহাদ, ইরফান, তাসিন, রুপস, আকিব, নাহিন, সানিম, সিফাত ও হামিম।

অনুষ্ঠানের শেষের দিকে পথ শিশুদের খাবার বিতরণ করেন সংগঠনের সদস্যরা।