অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত, তার বিচার এদেশের মাটিতেই হবে

0
.

ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ সরকার দেশের সব কিছু বিক্রি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, শেখ হাসিনা দেশের কিছুই রাখেননি। ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি সব কিছু বিক্রি করে দিয়েছেন। দেশবিরোধী চুক্তি করে অতীতে কেউ রক্ষা পায়নি। শেখ হাসিনাও পাবে না।

শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সম্প্রতি চট্টগ্রামে দুর্বৃত্তদের গুমের শিকার হয়ে নিহত কেন্দ্রিয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নূরুল আলম নূরুর পরিবারের সদস্যরা দেখা করতে আসলে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবার জন্য প্রস্তুত। শুধু সময়ের অপেক্ষা। মানুষ রাস্তায় বের হয়ে আসবে।

নিহত ছাত্রদল নেতা নুরুল আলম নুরুর স্ত্রী ও সন্তানদের সাথে কথা বলছেন বেগম খালেদা জিয়া।

উল্লেখ্য- গত ২৯ মার্চ বুধবার রাতে ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে পুলিশ পরিচয় দিয়ে আটক করে নিয়ে যায় সাদা পোশাকের ৮/১০ জনের একটি দল। পরেরদিন বৃহস্পতিবার সকালে জেলার রাউজানের বাঘোয়ান এলাকা থেকে পুলিশ তার হাত-পা-চোখ বাঁধা ও মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা নূরুল আলম নূরুকে মেরেই ক্ষান্ত হয়নি। ওরা বহু মানুষকে গুম করেছে, খুন করেছে। র‍্যাব- পুলিশ দিয়ে মানুষ হত্যা করছে। কারো জীবনের নিরাপত্তা নেই। শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত। শেখ হাসিনার বিচার এদেশের মাটিতে জনগণ করবে।

সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, নুরুসহ যারা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুম- খুন হয়েছেন তাদের পরিবারকে জাতীয়তাবাদী শক্তি সহযোগিতা করবে। তাদের পরিবারের সন্তানদের লেখাপড়াসহ যাবতীয় খরচ বহন করবে বিএনপি।

বর্তমান ভোটারবিহীন সরকার জনগণের সরকার নয়। এরা খুনী। যারা তরুণ প্রতিবাদী শিক্ষিত তাদের ধরেই গুম-খুন করা হচ্ছে। তাদের রক্ত বৃথা যাবে না। জবাব একদিন শেখ হাসিনার দিতেই হবে দুনিয়াতেও, আখিরাতেও।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল( অব.) রুহুল আলম চৌধুরী, মীর মো. নাসির উদ্দিন, শামসুজ্জামান দুদু, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপনসহ সাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফরহাদ হোসেন ডোনার, নির্বাহী কমিটির সদস্য ওয়াদুদ ভুইয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, মিডিয়া ইউং সদস্য শায়রুল কবির খান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রমুখ।

এছাড়াও নিহত নূরুল আলম নূরুর স্ত্রী সুমি আক্তার, বড় মেয়ে উম্মে হাবিবা মীম, বড় ছেলে নাইমুল আলম, জোবায়ের আলম, মাতা মনোয়ারা বেগম, শাশুড়ী জাহানারা বেগম উপস্থিত ছিলেন।